যাকে ভালবাসবে তাকে এত পরীক্ষা কর কেন? কেন তাকে অকারণে কষ্ট দাও?


Bangla Love Story

  • যখন তুমি কাউকে খুব বেশি ভালবাসবে, তখনই সে তোমার ভালবাসার পরীক্ষা নিতে শুরু করবে, 
  • নানা ভাবে তোমাকে কষ্ট দিবে, অপমান করবে। কারণ হয়তো সে দেখতে চাইবে এত অপমান, ঘৃণা করার পর ও তুমি তাকে ভালোবাসো কিনা। 
  • কিন্তু এরকম করাটা হয় মহা ভুল, কারণ কারো অবহেলা কেউ পছন্দ করে না। অতিরিক্ত সন্দেহ একটি সুন্দর রিলেশন নষ্ট করে ফেলে। 
  • আরে যাকে ভালবাসবে তাকে এত পরীক্ষা কর কেন? কেন তাকে অকারণে কষ্ট দাও?
  • পরে যখন সে তোমার অবহেলা পেয়ে চলে যায়, তখন তুমি তাকে মিস করতে শুরু করো বড়ই অদ্ভুততোমাদের চিন্তা-ভাবনা। 
  • শুনো তোমাকে বলছি, যে তোমাকে অবহেলা করে, অপমান করে তাকে বার বার ভালোবাসি কথাটা বলার দরকার নেই, 
  • কারণ যে ভালোবাসার সে তোমাকে এমনিতেই ভালোবাসবে, তুমি যেমন আছো, যে অবস্থায় আছো সেভাবেই তোমাকে ভালোবাসবে,
  • তাকে ইমপ্রেস করার জন্য রোমিও কিংবা মেহজাবীন হওয়ার দরকার নেই ভালোবাসতে কোন কারণ লাগে না, 
  • কোন পজিশন লাগে না, লাগে শুধু একটা পবিত্র মন যে মনে তোমার ভালবাসার মানুষটির জন্য অফুরন্ত ভালোবাসা থাকবে।
  • একটা কথা মনে রেখো বন্ধু, নিষ্ঠুর এই পৃথিবীতে সবাই স্বার্থ খুঁজে, স্বার্থ ছাড়া মানুষ কোন কাজ করে না
  • (একমাত্র বাবা-মা ছাড়া)
  • কিছু মানুষ আছে যারা তোমার জীবনে আসবে স্বার্থ হাসিল করার জন্য, তারপর জীবনটাকে নতুন ভাবে সাজিয়ে/জীবনের মূল্য বুঝিয়ে নিঃশব্দে চলে যাবে,
  • আর রেখে যাবে কিছু অদ্ভুত স্মৃতি যা তুমি কখনই ভুলতে পারবে না। যদি এসব থেকে মুক্তি পেতে চাও, তাহলে তোমাকেও স্বার্থপর হতে হবে।
  • জীবনেও চলার পথে হাজারটা প্রপোজাল পাবে তুমি, অনেক মানুষ তোমার জীবনে আসতে পারে, কিন্তু সেই কাঙ্ক্ষিত একজন সঠিক সময়ে তোমার জীবনে আসবে |
  • তার আগে ভুল কেউ এসে তোমার জীবনটা তছনছ করে দিতে পারে, এক্ষেত্রে অনেকেই ভেঙ্গে পরে, অনেকে অন্ধকার পথে পা বাড়ায়, 
  • কিন্তু বন্ধুরা ভেঙ্গে গেলে চলবে না। অনেকে আবার প্রতিশোধ নেয়ার জন্য একাধিক রিলেশন করে তারপর ধোঁকা দেয়, 
  • কিন্তু এটা মোটেও ঠিক নয়, একটি খারাপ মানুষের জন্য বাকি যারা ভালো তারা কেন কষ্ট পাবে? এভাবে সার্কেল চলতে থাকলে একসময় পৃথিবী থেকে সত্যিকারের ভালোবাসা হারিয়ে যাবে।
  • তা ছাড়া অনেক ছেলে/মেয়ে বলে যে "সব মেয়ে/ছেলেই একরকম, সবাই খারাপ"একটি খারাপ ছেলে/মেয়ের জন্য আপনি কেন বাকিদেরকে দোষ দিবেন??
  • একে অপরকে দোষ না দিয়ে আসুন নিজে ঠিক হই। কাউকে খুব বেশি ভালোবাসা অপরাধ নয়, অপরাধ হয় তখন যখন তুমি কাউকে ভালোবেসে ধোঁকা দিবে
  • ভালোবাসার দোহায় দিয়ে অন্যায় আবদার করবে। যখন তুমি কাউকে অন্ধের মত ভালোবাসবে। অন্ধ লোক যেমন অপরের সাহায্য ছাড়া চলতে পারে না
  • ঠিক তেমনি যারা অন্ধভাবে ভালোবাসে তারা নিজের কথা, নিজের ফ্যামিলির কথা চিন্তা না করেই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটিয়ে ফেলে। 
  • একটা কথা মনে রেখো বন্ধুরা, তোমার জীবন একমাত্র তোমারি, এই জীবন অন্য কারো জীবনের পরিপূরক হবে না, কারণ জীবন একটাই। 
  • জীবনে চলার পথে কোন পদক্ষেপ নেয়ার আগে একবার অন্তত নিজের. ফ্যামিলিকে জানাও, তোমার ক্ষতি হোক এমন কিছু তারা কখনই চাইবেন না।
  • কোন শর্ত বা অঙ্গীকার দিয়ে ভালোবাসা টিকে থাকে না, ভালোবাসা টিকে থাকে পবিত্র বিশ্বাসে। ভালোবাসা পেতে ও দিতে প্রয়োজন সুন্দর একটা পবিত্র মন।
  • বিশ্বাস হল ভালবাসার প্রধান সূত্র ও ভালবাসার মূল বস্তু। 
  • পরিশেষে ছেলে-মেয়ে সবাইকে বলছি, কাউকে ভালবাসার আগে নিজেকে ভালোবাসো, তাহলে অপরের ভালবাসার মর্যাদা বুঝতে পারবে। 
  • আর,পবিত্র মনে সঠিক মানুষটির জন্য অপেক্ষা করো,সেই মানুষটি সঠিক সময়ে তোমার জীবনে এসে অগোছালো জীবনটাকে গুছিয়ে তুলবে।

  • এটাই হচ্ছে সত্যিকারের ভালোবাসা

No comments

Powered by Blogger.