১৬ দিনে আয় ৩৫০ কোটি রুপি ঝড় তুলেছে বক্স অফিসে
১৬ দিনের মধ্যে ৩৫০ কোটি রুপি আয় করে ঝড তুলেছে বক্স অফিসে রণবীর বলিউড অভিনেতা সিংয়ের,সিম্বা ছবি. ছবির পরিচালক রোহিত ও প্রযোজক করণ জোহর জানিয়েছেন ৩৫০ কোটি রুপি আয়ের তথ্যটি তার ব্যক্তিগত টুইটের মাধ্যমে জানিয়েছেন. ৩৫০ কোটি আয়ের খবরটি প্রযোজক করণ জোহর শনিবার (১২ জানুয়ারি) রাতে টুইট করেন. পরিচালক রহিত তার ভালোলাগার কথা গুলো টুইট করেন তথ্যটি নিশ্চিত করে রবিবার (১৩ জানুয়ারি) সকালে. এ ছবি পরিচালক রোহিত টানা অষ্টম ছবি হিসেবে সিম্বার আয় ১০০ কোটি রুপি ছাড়িয়েছ তবে তার ক্যারিয়ারে বলিউড অভিনেতা রণবীর সিংয়ের তার একক কোনো ছবির সর্বোচ্ছ আয় এটা. ২০১৮ এর শুরুতে বলিউড অভিনেতা রণবীর সিং এখন হাওয়ায় উড়ছে, পদ্মাবত দিয়ে দারুন প্রশংসিত হয়েছিলেন এই অভিনেতা, আর তার ব্যবসায়িক সফলতাও পেয়েছেন অনেক. এখন ছবিটি বলিউড বক্স অফিসে চাঙা ৩৫০ কোটি আয়ের পরেও. বর্তমানে বলিউড অভিনেতা তার, গালি বয়,ছবি নিয়ে ও প্রশংসা করছেন দরশক
No comments