যদি মোবাইলের পিছে চামচ থাকে তাহলে কেমন হবে আপনার খাওয়া


যদি-মোবাইলের-পিছে-চামচ-থাকে-তাহলে-কেমন-হবে-আপনার-খাওয়া-kausar360pro

যদি মোবাইলের পিছে চামচ থাকে তাহলে কেমন হবে

আমাদের এ ডিজিটাল যোগে আমরা অনেক কাজ করি অনলাইনে আমাদের ব্যক্তিগত কাজ এবং অফিসের কাজ এবং কি ইমেল। ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেন্জার চ্যাটাং। আমরা শুধু সারাক্ষণ ডুবে থাকি এ মোবাইল স্মার্টফোনেই আমাদের অনেকের সমস্যা হচ্ছে ঘুম খাওয়াদাওয়া শিকেয় ওঠার মুখে । আর এমন কি আমাদের বাবা মায়েরা মাঝে মাঝে বলছে আমাদের ছেলে মেয়েরা মোবাইল ফোন নিয়ে এতোটাই ডুবে আছে যা ঠিকমতো খাওয়াদাওয়া করছে না । এ সমস্যা সমাধানের জন্য এবার অভিনব মোবাইল বা স্মার্টফোনের কভার তৈরি করছেন সিঙ্গাপুরের এক ব্যক্তি। আমরা অনেকে আছি খাবারের সময় ও মোবাইল ব্যবহার করি আর আমাদের খাবারের সময় নজর থাকে মোবাইলের দিকে তাই দুটি কাজ একসঙ্গে করতে অনেক সমস্যার ব্যাপার বটেই। আর আমাদের এই সমস্যার সমাধান নিয়ে আসছে সিঙ্গাপুরের ক্রিয়েটিভ ডিরেক্টর সের্জি মাষ্ট তিনি একটি বিখ্যাতা মার্কেটিং সংস্থার বিভাগে কাজ করেন। বন্ধুরা তেমন কিছুই নয় আমাদের স্মার্টফোনের পেচে যে কভার গুলু লাগাই এখানে বিনন রোকোম কভার তৈরি করছে যার মধ্যে থাকবে দুটো চামচ কভারে পিছে।

যদি-মোবাইলের-পিছে-চামচ-থাকে-তাহলে-কেমন-হবে-আপনার-খাওয়া-kausar360pro

আর কভারের পাশে থাকা সুইচ টিপলেই চামচটি ফোনের নিচের অংশে দিয়ে বাহির হবে । তারপর আপনে সেই চামচ দিয়ে খাবার খেতে পারবেন এবার আপনার খাওয়াও হবে আবার ফোনের দিকেও থাকবে নজর একসঙ্গে দুটো কাজ। যে এই কভার তৈরি করছে তার আসল উদ্দেশ্য খাওয়া আর ফোন একসঙ্গে করা নয়।  যাতে খাওয়ার সময় তার নজর যেনো অন্যদিকে না থাকে সেটাই নিশ্চিত করা। তবে সের্জি মাষ্ট নিজের উদ্দেশ্য মোটেই পরিষ্কার করেননি । তার এই অসাধারণ কভার নেটদুনিয়ায় তুফান তুলছে।  এই কভার পাওয়া যাচ্ছে সিঙ্গাপুরের বাজারে এই বিশেষ কভার চলে আসছে. আর পাওয়া যাচ্ছে আইফোনের বিভিন্ন দরনের এবং মডেলের কভার।








©Kausar360pro


More visit:



প্রতারনার ফাঁদ মোবাইল ব্যাংকিংয়ে কিভাবে সুরক্ষিত থাকবেন।


আপনার NID কার্ড দিয়ে কয়টি সিম নিবন্ধিত হয়েছে কিবাভে বোজবেন ?



Nokia 8.1 ফোন এ নতুন কি কি আছে-Smartphone Review



কিভাবে Pin ছাড়া  Google Adsense Account verify করবেন



আপনান ফেসবুকের পাসওয়ার্ড কেউ জানলে ও  লগইন করতে পারবে না



No comments

Powered by Blogger.